আ’লীগ নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামীসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি
ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছ র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), মো. আল আমিন (২২), মো. রাসেল (২০) ও মো. সানি (২৯)।
রোববার (৩০ জুন) র্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার চর সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা এ লাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামী। পক্ষান্তরে নিহত ভিকটিম সুরুজ মিয়া এলাকার সাবেক মেম্বার এবং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এছাড়া তিনি আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও এলাকায় গণ্যমান্য হিসেবে পরিচিত ছিলেন। ভিকটিমের অটোরিকশা গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা রয়েছে। ব্যবসাকে কেন্দ্র করে প্রধান আসামী আলাউদ্দিন ওরফে হীরা এবং তার ভাই সালাউদ্দিন ওরফে সালুর সঙ্গে ভিকটিমের পূর্ব থেকেই বিরোধ ছিল। ঘটনার ১০-১৫ দিন পূর্বে গ্রেফতারকৃত আসামী হীরা ও তার ভাই সালু এলাকার একটি নির্মানাধীন ভবনের মালিকের নিকট চাঁদা দাবি করে। ওই ভবনের মালিক ভিকটিম সুরুজ মিয়ার কাছে বিচার দেন। ভিকটিম গ্রেফতারকৃত আসামী হীরা ও সালুর বাবাকে বিষয়টি অবহিত করেন এবং হীরা ও সালুকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে বলেন।
পরবর্তীতে ২৭ জুন গ্রেফতারকৃত আসামীরা আলাউদ্দিন ওরফে হীরা এর নেতৃত্বে অজ্ঞাতনামা ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আলী পাড়া জামে মসজিদের দান বক্সের সামনে রাস্তায় সুরুজ মিয়া ও তার ছেলেদের উপর হামলা করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আলাউদ্দিন ওরফে হীরা, আল আমিন এবং রাসেল বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং গুরুতর জখমসহ একাধিক মামলা রয়েছে।