নারায়ণগঞ্জ জেলার বন্দর,সিদ্ধিরগঞ্জ,আড়াইহাজার,রূপগঞ্জ,সোনারগাঁও থানা প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "নারায়ণগঞ্জ ভিশন" এর জন্য সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ চলছে।
নারায়ণগঞ্জ ভিশন অনলাইন সংস্করণ ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘ নারায়ণগঞ্জ ভিশন অনলাইন নিউজ পোর্টালের নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।
পদের নামঃ
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)
কর্মস্থলঃ
সদর, ফতুল্লা ,আড়াইহাজার,রূপগঞ্জ,বন্দর ও সোনারগাঁও থানা প্রতিনিধি
যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি/এইচএসসি পাশ আবেদন করতে পারবেন।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
°ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
( Email: narayanganjvision@gmail.com )
°সিভির সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট প্রমাণ স্বরূপ দিতে হবে।
°যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
°পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
°নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
°নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
°চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
°আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৪।
°চূড়ান্তভাবে সিলেক্ট হওয়ার পর আইডি কার্ড,ফিতা ও স্টিকার দেয়া হবে।