চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়া হত্যার আসামিদের গেফতারের পর সংবাদ সম্মেলন ”
স্টাফ রিপোর্টারঃ-মোর্শেদা মুন্নী
নারায়ণগজ্ঞ ফতুল্লা আওয়ামী লীগ নেতা সুরুজ মিঞা হত্যাকান্ডে জড়িত, নয় জনকে গেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ০১ জুলাই (সোমবার) একটি প্রেস ব্রিফিং জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, অপারেশন) চাইলাউ মারমা । তিনি জানান- গত (৩০ জুন) ঢাকা গাজীপুর থেকে ৯জন আসামিকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ ; এজার ভুক্ত আসামিরা হল, সহেল, হাবিব, আয়োনার, ফয়সাল মোল্লা, কাইয়ুম,সহ আরো অনেকই।
যানা যায়, কাশিপুর আওয়ামী লীগ নেতা মোঃ সুরুজ মিঞা, (২৮জুন) আসরের নামাজ পড়তে গেলে কেউ এক জন তাকে গিয়ে জানান তাঁর ছেলে রাজু জনি কে আসামিরা রাস্তা অবরুদ্ধ করে এলোপাতাড়ি রামদা,ছোড়া,লোহার রড দিলে কুপাচ্ছে।সেকথা শুনে সুরুজ মিঞা ছেলেদের বাঁচাতে এলে,সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এলপাতাড়ি কোপাতে থাকে। হামলার এক পর্যায়ে আত্তরক্ষার জন্য আসামিদের হাত থেকে রামদা কেড়ে নেয়। তবুও শেষ রক্ষা হল না। দূর্বিত্তরা তাকে কুপিয়ে রক্তাত্ব জখম করে আহত করে। স্থানিয় জনতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাত নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply