সিদ্ধিরগঞ্জে একই দিনে মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ
নিজস্ব রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুলে একটি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার ছাত্র মো:- রিয়াজ মিয়া (১২) ও আবু রায়হান (১২) গত ২৮ জুন শুক্রবার বিকেল ৪:৩০ মিনিট থেকে নিখোঁজ।
এ ঘটনায় গতকাল সোমবার রাতে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করিয়া সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উভয় পক্ষের পিতা মাতা।
মোহাম্মদ রিয়াজ মিয়া (১২) সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে এবং আবু রায়হান (১২) সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জিডি ও নিখোঁজ ছাত্রদের পারিবার সূত্রে জানা গেছে, মো: রিয়াজ মিয়া ও আবু রায়হান গত শুক্রবার বিকেলে নিজেদের প্রয়োজনের কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। সেখান থেকে মো:- রিয়াজ মিয়া নিচে টুপি পড়েছে বলে মাদ্রাসা থেকে বের হয়।এবং এর কিছুক্ষণ পরেই আবু রায়হান ছাদে কাপড় আনার কথা বলে বের হয়। কিন্তু এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা মাদ্রাসায়ও ফিরে আসেনি, বাড়িতেও যায়নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি দুইজনকে পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন:- ০১৭৫৯৬৬৭৪৭৪, ০১৬৭২ ৩২১৭১২ ।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply