1. narayanganjvision@gmail.com : hasan mia : hasan mia
  2. admin@narayanganjvision.com : narayadmin :
সোমবার, ১৯ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন,, রফিকুল ইসলাম, বিডি,আর সোনারগাঁয়ে ফেসবুক কমিউনিটি গ্রুপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের পার্টি অফিস সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ। মোগড়াপাড়া ইউনিয়নে জনবান্ধব নেতা আতাউর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী। নারায়ণগঞ্জ জেলার সিসিএস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম মনি বৈষম্যবিরোধী মামলায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আটক। চাঁদপুর ফরিদগঞ্জে কুরআন দিবস পালিত নারায়ণগঞ্জে ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন। ধামগড়ে ইটভাটায় মাটি বিক্রি না করায় বৃদ্ধার বাড়িতে ভূমিদস্যু আলমগীরের হামলা ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত

তিনটি কিশোরগ্যাং পৃষ্ঠপোষক শফিকুল ইসলামের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে আওয়ামীলীগসহ ১৫ সহযোগি সংগঠন।

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৯২ বার শেয়ার হয়েছে

তিনটি কিশোরগ্যাং পৃষ্ঠপোষক শফিকুল ইসলামের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে আওয়ামীলীগসহ ১৫ সহযোগি সংগঠন।

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নং ওয়ার্ডে দুর্ধর্ষ তিনটি কিশোরগ্যাং ‘টেনশন গ্রুপ, ডেভিল এক্স গ্রুপ ও মাফিয়া গ্রুপের পৃষ্ঠপোষক শফিকুল ইসলামের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগসহ ১৫ সহযোগি সংগঠন। গত ২৩ জুন যুবলীগ অফিসে কিশোরগ্যাং সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় থানায় মামলা হওয়ায় ঘটনা ভিন্ন দিকে প্রভাবিত করতে শফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচার করার প্রতিবাদে তারা এই বিবৃতি দিয়েছেন। এবং শফিকুল ইসলামের বিষয়ে সতর্ক থাকার জন্য দলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগ, সিদ্ধিরগঞ্জ থানা যুব মহিলা লীগ, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগ, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী লীগ, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ।

মঙ্গলবার (২ জুলাই) রাতে দলীয় প্যাডে দেয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার বলিষ্ঠ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুসংগঠিত। বিগত দিনে মজিবুর রহমান ও হাজী ইয়াছিনন মিয়ারনেতৃত্বে বিরোধী দলের সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবেলা করেছে নেতাকর্মীরা।

কিন্তু আওয়ামলীগের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য মিজমিজি পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলাম নিজেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয় দিয়ে দলের শীর্ষ নেতা ও কর্মীদের বিরুদ্ধে মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। যা অত্যন্ত দুঃজনক।

যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম স্বেচ্ছাসেকলীগ নেতা হিসেবে পরিচয় দিলেও দলে তার কোন পদ পদবী নাই। মিজমিজি এলাকার আলোচিত ৩ (তিন)টি কিশোরগ্যাং গ্রুপ যথাক্রমে ‘টেনশন গ্রুপ, ডেভিল এক্স গ্রুপ ও মাফিয়া গ্রুপ পরিচালনা করছে সফিকুল ইসলাম। এই তিন সন্ত্রাসী গ্রুপের প্রধান হলো সফিকুল ইসলামের তিন ছেলে রাইসুল ইসলাম সীমান্ত, সাকিবুল ইসলাম সারিব ও তাহসিন ইসলাম সিমন। নানা অপকর্মের কারণে কিশোরগ্যাং গ্রুপের সন্ত্রাসীরা আইনশৃংখলাবাহিনীর হাতে কয়েকবার গ্রেফতার হয়েছে। সবশেষ গত ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সন্ধ্যার পর টেনশন গ্রুপের লিডার সীমান্ত ও ডেবিল এক্স গ্রুপের লিডার সারিবের নেতৃত্বে মিজমিজি খালপাড়ে যুবলীগ অফিসে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ ও যুব মহিলালীগের দুইজনকে মারধর করে আহত করে। এবং অফিসের ভেতর ব্যাপক ভাংচুর করে। এই ঘটনায় আহত যুব মহিলালীগ নেত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

হামলা ও মামলার এই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এই ঘটনাটিকে ভিন্ন দিকে প্রভাবিত করতে উদ্দেশ্যমূলকভাবে কিশোর গ্যাংয়ের শেল্টারদাতা সফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা তথ্যের আলোকে বানোয়াট গল্প সাজিয়ে বক্তব্য দিয়ে তার সম্মানহানী এবং আওয়ামীলীগের বদনাম করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সফিকুল ইসলামের বিষয়ে দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানাচ্ছি।

একই সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াকে নিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়দানকারী সফিকুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক গল্প সাজিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে বক্তব্য দিয়ে সম্মানহানী করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)

© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিত

© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতএ

ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)

 

© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি