কবিতাঃ ❝চিঠি পাঠিয়েছি হৃদয় থেকে হৃদয়ে❞
লেখিকাঃ মায়া
চিঠি পাঠালাম তোমায়
হৃদয় থেকে হৃদয়ে,
সেই চিঠি যে লিখেছি
অফুরান ভালোবাসা দিয়ে!
চিঠিতে প্রেমের আবেদন
করেছি সবিনয়,
প্রেম দিয়ে মোড়ানো
সেই চিঠি প্রেমময়!
চিঠিতে প্রকাশ করেছি
মনের অভিব্যক্তি,
দিয়েছি আমি
প্রেমের স্বীকারোক্তি!
চিঠির প্রতিটি শব্দ
তোমায় চায়,
শব্দমালা নিয়েছে
ভালোবাসার দায়!
ভালোবাসার
আবেদন জানিয়ে,
সেই চিঠি যে পাঠিয়েছি
হৃদয় থেকে হৃদয়ে!