সিদ্বিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছিল কলেজছাত্রের মরদেহ।
নিজস্ব রিপোর্টার
সিদ্ধিরগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় রাকিব (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টায় লক্ষ্মীনারায়ণ বর্ণালী ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
মৃত রাকিব সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডস্থ গোদনাইল এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে। তিনি সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সদর নৌ- পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সবুর মিয়া জানান, মরদেহটি নদীতে ভেসে উঠেছিল। জানতে পেরে মরদেহটি উদ্ধার করি। ওই কলেজছাত্র নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল বলে প্রাথমিক ধারণা করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply