কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব রিপোর্টার
বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর চাষাঢ়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শতাধিক মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর চাষাঢ়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শতাধিক
শিক্ষার্থী। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
মিছিল থেকে ব্যানার ফেস্টুনে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন।
কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে। কোটা সংস্কার না হলে রাজ পথ ছাড়বে না তারা জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply