শেখ হাসিনার ম্যাসেজ পৌঁছে দিলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ ভিশন ডেস্ক
আগামী তিন তারিখে আমাদের যে জনসভা করার কথা ছিল সে বিষয়ে আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করেছি, ” জনসভা করা কি উচিত হবে এখন? উনি বলেছেন এখন না, পরে। আমি বলেছি আমাদের দায়িত্বটা কি এখন? উনি আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন, বলেছেন তুমি যাও, নেতাকর্মীদের কাছে গিয়ে বলো, আমি তাদের কাছে অনুরোধ করেছি যার যার এলাকা, যার যার মহল্লা, যার যার অলিগলিতে সে যেন পাহারায় বসে। স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যেন আর রাস্তায় নামতে না পারে। “
“আমি আমার দায়িত্ব পালন করলাম। আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম।”
মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ভবনে আগামী ৩ আগষ্ট কালো পতাকা মিছিল( সমাবেশ) বাতিল করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি র্বতমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার র্বাতা সকলের কাছে পৌছে দিতে এসব কথা বলেন শামীম ওসমান।
এসময় তিনি আরও বলেন, আপনারা তার (বঙ্গবন্ধু/শেখ হাসিনা) জন্য রাজনীতি করেন আমিও তার জন্যই রাজনীতি করি। একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন, আজকের রাত স্বাভাবিক রাত না। সো, যার যার এলাকায় বিশেষ করে ভূইগড়, সাইনবোর্ড, চিটাগাং রোড এলাকার যারা আছেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন।
আমরা কিন্তু অলরেডি আক্রান্ত হয়েছি। আমরা কিন্তু কাউকে আক্রান্ত করি নাই আক্রমণ করি নাই আঘাত করি নাই। কারো বাড়িতে আগুন দেই নাই কারো উপর হামলা করি নাই। কোন বোনের গায়ে হাত দেই নাই। ওরা আমাদের আঘাত করেছে আক্রান্ত করেছে। এরা শুধু জামাত-বিএনপি শিবিরই নয়। ওই ডক্টর সাহেব থেকে আরম্ভ করে অনেক সাদা কলা অনেকেই এর সাথে জড়িত হয়ে গেছে। সো যার যার এলাকায় সবাই প্রস্তুত থাকেন।
এ সময় শামীম ওসমান আরো বলেন, জালকুড়ি সাইনবোর্ড চিটাগাং রোড ওখানে ৯০% লোক বাইরে থেকে আসা আর ১০ পার্সেন্ট আমাদের এলাকার লোক যারা তাদের আশ্রয় দিয়েছে পথ দেখিয়েছে। এরা কারা? আমরা তাদের নাম জানতে চাই। যদি স্ব স্ব স্থানের আওয়ামী লীগে নেতাকর্মীরা তাদের নাম আমাদের কাছে উপস্থাপন না করেন তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আপনারা তাদের সাথেই ছিলেন এবং তাদের সাথে মিলে এগুলো করেছেন। তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রয়েছে এটা আমাদের ধরে নিতে হবে আর এটাই স্বাভাবিক।
সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকেন। কোথায় কি হচ্ছে খবর নেন। জাস্ট ক্যান্টনমেন্টের মতো করে পাহারা দেয়া শুরু করেন।