নিজস্ব প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্রদের স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনের মাধ্যমেই দেশে স্বৈরাচারের পতন হয়েছে। তবে এখন দেশ গড়ার পালা।
দেশের স্থিতিলতার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশকে স্থিতিশীলিতার দিকে নিয়ে যেতে হলে আইনশৃংখলাবাহিনীকে কর্মস্থলে ফিরে আসতে হবে এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারি শিক্ষার্থীদেরও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।
তাই শিক্ষার্থীদের আমি বিনীতভাবে অনুরোধ করবো আগামী রবিবার থেকেই আইনশৃংখলা বাহিনীকে স্বাগত জানিয়ে তারা যেন ক্লাশে ফিরে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চে যাওয়ার পথে রাজধানির যাত্রাবাড়িতে গুলিতে শহীদ হওয়া নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজার নামাজে অংশগ্রহণ করে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় সারজিস আলম আগামি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, গতকালও দেখলাম জয় আমেরিকায় বসে তিন মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন দিতে ভারতকে চাপ দিতে বলেছে।
১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশে নির্বাচন কবে হবে দেশের জনগণই তা নির্ধারণ করবে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য. নারায়ণগঞ্জ জেলা সদরের সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার বাসিন্দা মো. আমানত নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট লং মার্চ কর্মসূচিতে ঢাকা অভিমুখে যাওয়ার পথে রাজধানির যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন তিনি।
তবে ৫ আগস্টের পর থেকে আমানতের কোন হদিস ছিল না। দীর্ঘ নয়দিন পর গতকাল ১৪ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসআতাল মর্গে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।