প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৪, ১১:১৬ এ.এম
সন্ধ্যায় চুমু খাব এক কাপ’

সন্ধ্যায় চুমু খাব এক কাপ'
-
~ লুৎফর হাসান
- দেখতে দেখতে আমাদের জীবন থেকে
আলগোছে ফুরিয়ে গেলো
একেকটা অলকানন্দা বিকেল,
ফুরিয়ে গেলো দারুণ সব
হাতে হাত মালতীর মেরুন সন্ধ্যা,
দেখতে দেখতে নিভে গেলো
বাড়ি ফেরার মায়া মিশ্রিত
অস্থিরতার আগুন।
- অথচ আমাদের এ শহর জানে
আকাশের গায়ে থাকা রোদ্দুরের কানে আমরা
কী দারুণ ভালোবেসে কতবার গুঁজে দিয়েছি
পৃথিবীর সমস্ত হলুদ ফুল আর
তাতেই হেসে উঠেছে প্রতিটা বিকেল,
কিংবা আমাদের গভীর লুকোনো চুম্বনে
লাল হয়ে থাকতো অস্ত যাবার আগেকার সন্ধ্যা।
- আজ আমাদের দেখা হয় না বলেই কি
আগেকার মতো সর্ষে ক্ষেতের রূপ ধরে
আসে না হেলে পড়া দুপুর শেষে নতুন বিকেল,
নিঃসঙ্গ কফির পেয়ালার কেঁপে ওঠা খয়েরি বেদনায়
- আর মিশে থাকে না প্রথম রাত্রির সংকেত নিয়ে
সেই সংলাপ ‘বাড়ি ফিরতে হবে, এখন যাই তবে’ ।
- তাহলে কি আমরা ক্রমশ
ভালোবাসাহীনতাকে উস্কে দিচ্ছি
আমরা কি এখন আর নেই
তীব্র প্রেমে আগেকার মতন !
- কী হয় সব ছেড়ে সেলফোনে
আঙুল ডুবিয়ে লিখে দিলে
‘আসো দেখা করি আজ বিকেলে,
সন্ধ্যায় চুমু খাব এক কাপ’
Copyright © 2025 নারায়ণগঞ্জ ভিশন. All rights reserved.