অনলাইন ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের অংশে প্রায় ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনচালক ও যাত্রীদের।
বুধবার সকালে দেখা যায় কাঁচপুর থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সিদ্ধিরগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে গাড়িগুলো একই স্থানে আটকে আছে। এতে অনেককে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানিয়েছেন, সোনারগাঁওয়ের লাঙ্গলবন্ধ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। আর যানজট থাকবে না।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply