বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলন এর শিক্ষাথীদের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠান।
নিজস্ব প্রতিনিধি
সিদ্বির গঞ্জে মুবিন আই কেয়ার এন্ড অপটিক এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলন এর শিক্ষাথীদের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল প ৫ টা পর্যন্ত সিদ্বিরগঞ্জ এম এস টাওয়ার নিচতলায় মুবিন আই কেয়ার এন্ড অপটিকসে্ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের চিকিৎসক অপ্টৌম ডা. মিজানুর রহমান বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। নিয়মিত চোখ পরীক্ষা ও চেকআপ না করায় চোখের অপূরণীয় ক্ষতি হয়। নিজেদের অবহেলা ও অযত্নের কারণে চোখের ক্ষতি করে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন ঠিক মতো চিকিৎসা ও উপকার পাওয়ার সম্ভাবনা কম।
দিন দিন মানুষের চোখের জটিলতা বের চলছে তাই সকলকে চোখের সু,চিকিৎসা অন্ত জরুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মোহাম্মদ দেলোয়ার, তন্ময় সরকার, সানি আলম,সহ অনেকে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply