নিজস্ব প্রতিনিধি
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেন, সহ থানা ও ওয়ার্ড-এর নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাই,
আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কেন্দ্র নির্ধারিত ধারাবাহিক কর্মসূচি পালন করতে সব সময় প্রশাসনের অবগতির মাধ্যমে সম্পাদন করে আসছি।
সাক্ষাতকালে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সকলে সুস্বাস্থ্য কামনা করেন।