রিপোর্ট, নারায়ণগঞ্জ ভিশন
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। বাংলাদেশের ইতিহাসে এটি এক কলঙ্কময় অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি।
নারায়ণগঞ্জ ভিশন নিউজের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমাদের বিভাগীয় প্রধান (অনলাইন): হাসান আহমেদ প্রান্ত। তিনি বলেন, “এই দিনে আমরা হারিয়েছিলাম দেশের মেধাবী ও প্রগতিশীল মানুষেরা। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মুক্তিযুদ্ধের শেষ সময়ে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর আলবদর, রাজাকার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে আমাদের দেশের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মেধাবী মানুষদের। তারা চেয়েছিল বাংলাদেশকে মেধাশূন্য করে স্বাধীনতাকে নস্যাৎ করতে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসান আহমেদ প্রান্ত আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, ও বৈষম্যহীন বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করে কাজ করতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।”
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতির শক্তি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আরও প্রতিজ্ঞাবদ্ধ হবো একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়তে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply