স্বাধীনতার মহান অর্জনকে স্মরণ করে বিজয়ের এই গৌরবময় দিনে ''জনগণের পক্ষে জনতার কথা বলে'' নারায়ণগঞ্জ ভিশন পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর শহিদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
নারায়ণগঞ্জ ভিশন বিশ্বাস করে, বিজয়ের চেতনা শুধু একটি দিনের উদযাপনে সীমাবদ্ধ নয়; এটি আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা। জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে একাত্তরের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে—এই প্রত্যাশা। বিজয় দিবসে নারায়ণগঞ্জ ভিশনের পক্ষ থেকে প্রত্যেককে পুনরায় বিজয়ের শুভেচ্ছা।