নারায়ণগঞ্জ ভিশন রিপোর্ট
সিদ্বিরগঞ্জে মিজানিজি দক্ষিণ পাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফাউন্ডেশনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদকবিরোধী সচেতনতা, দরিদ্রদের সহায়তা এবং যুব সমাজকে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের সমাজের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। আমরা একসাথে কাজ করলে সমাজের চেহারা বদলানো সম্ভব।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন,
সমাজের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে মানবকল্যাণমূলক কার্যক্রম ছড়িয়ে দিতে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফাউন্ডেশনের নেতারা জানান, সমাজের কল্যাণে নিয়মিত এ ধরনের সভার আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহা জহিরুল,সহেল রানা, সহ-সভাপতি মুহা শিমুল,সালাহউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর সহ
সভায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবক, তরুণ প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি।