ক্রাইম রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার তরুণলীগের প্রধান উপদেষ্টা এবং গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল ইসলাম মিশুয়েল, যিনি আওয়ামী লীগের ক্ষমতাসীন সময় নানা অপকর্মে জড়িত ছিলেন, এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, ছাত্রদের ওপর হামলাসহ জমি দখল, চাঁদাবাজি, এবং সাধারণ মানুষকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার মতো নানা অপরাধে জড়িত ছিলেন মিশুয়েল।
[caption id="attachment_1225" align="alignnone" width="300"] মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল ইসলাম মিশুয়েল,[/caption]
শাহাদাৎ হোসেন সাজনু ও গোলাম সারোয়ার হেলালের সহযোগিতায় সময় অসময়ে জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও, মিশুয়েল এখনো আইনের আওতার বাইরে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও হয়রানিমূলক কাজ চালিয়ে এসেছেন।
আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তনের পর কিছুদিন নীরব ভূমিকা পালন করলেও, সম্প্রতি মিশুয়েল তার অবস্থান রক্ষার জন্য বিএনপিতে যোগদানের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিএনপির কিছু নেতা-কর্মীর সঙ্গে তাকে দেখা গেলেও, তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
তবে, প্রশ্ন থেকে যায়, কেন এত অভিযোগ থাকা সত্ত্বেও মিশুয়েলের মতো একজন পদধারী নেতা এখনো আইনের বাইরে? যেখানে আওয়ামী লীগের ছোটখাটো নেতারাও শাস্তির মুখোমুখি হচ্ছেন, সেখানে মিশুয়েলের মতো সন্ত্রাসীর মুক্ত থাকা সমাজের জন্য বড় হুমকি।
এলাকাবাসী দাবি জানিয়েছেন, ছাত্রদের ওপর হামলাকারী এবং অন্যান্য অপরাধে জড়িত মিশুয়েলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ আশা করছে সবাই।