আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ।
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের,শহীদনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে, শহীদ নগর চাঁদের আলো সমাজ কল্যাণ যুব সংঘের ১০ম বর্ষপুর্তি উপলক্ষে খেলাধুলার পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর শনিবার বিকালে শহীদ নগর এলাকায়, চেঙ্গাকান্দী জামীয়াতুস সুফফা মহিলা মাদরাসা সভাপতি, চেঙ্গামন্দী কারীমিয়া মুজাহিদীয়া ও হাফিজীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাসুম রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সহ সভাপতিত্ব করেন শাহীনুর আলম (শাহীন) - সৌদীপ্রবাসী শহীদনগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম সৌদীপ্রবাসী শহীদনগর,হযরত মাওঃ মোবারক হোসেন সামাদ, আল মোবারক হোসেন,চাঁদের আলো যুবসংঘের সকল সদস্যরা উপস্থিত ছিলেন, এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা।