মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সামাজিক অনুষ্ঠানে থেকে ফেরার পথে । ট্রলারের সাথে স্পিরিট বোটের সাথে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ৭ জন আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। নিহত ৪ জনের লাশ পরিবারে কাছে হস্তান্তর করেছে।গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বিদেশ ফিরত (১)ওদুদ বেপারী। (৩৫)(২) বাবুল মিয়া (৪০) মতলব চাদপুর জেলা।(৩)সাকিব হোসেন (২৫) মতলব উত্তর চাঁদপুর। (৪)নাঈম (২৪) মতলব উপজেলা চাঁদপুর। গত ১০/০২/২০২৫ ইং রোজ শুক্রবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্নে নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত এলাকা বিআইডব্লিউটিএ ডুবুরী দল নিখুঁজে উদ্ধারে চেষ্টা চালায় এতে সহযোগিতা করেছে গজারিয়া থানা কোস্ট গার্ড। স্পিডবোটে থাকা বিদেশ ফেরত ওয়াদুত বেপারী স্ত্রী ফেরদৌসী জানান। শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে আসার পথে। নদীতে থাকা একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন তাদের স্পিডবোর্ডের দুমড়ে মোছরে ভেঙে পানিতে তলিয়ে যায়। এতে আমার স্বামী ওদুদ সহ নিহত ৩ জন। আহত হয়েছে ৬ জন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম। জানান নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতিতে স্পিড বোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত ১ জন কে ঢাকায় পাঠানো হয়। এবং নিহত ৪ জন কে নৌ পুলিশ হেফাজতে দেয়া হয়। তবে কতজন স্পিডবোটে ছিলো জানতে পারিনি। শুনেছি ১০-১২ জন ছিলো।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply