সিদ্ধিরগঞ্জে সুতার কুন প্রস্তুতকারক কারখানা সহ দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ীর বউবাজার শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবকরা জানান, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কুন কারখানায় প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায়। তাতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।
আলমগীর নামের এক ব্যবসায়ী বলেন, আগুনে তাঁর প্রায় ৫ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। এ ছাড়া কারখানার ভেতরে আরও তিনটি ওয়েস্টেজের গুদাম ছিল। সেই গুদামও পুড়ে গেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে দুজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তাঁদের দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা দেখেছি, রেজিন, প্যাকিং বক্স, কুনিং, কেমিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সঙ্গে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আমাদের ছয়টা ইউনিট দ্রুত আগুন নির্বাপণের চেষ্টা করেছে। শুরুতে পানির সংকট ছিল। পরে স্থানীয়দের সহায়তায় পানির ব্যবস্থা করি। সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ফলে আশপাশের বাড়ি ও কিছু প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। সেই সঙ্গে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া যায়নি।’
এই দিকে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কারখানায় দেখা যায় অগ্নিনির্বাপণ নেই সেই কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।