সোনারগায়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।
আলামিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি।
১৫ জানুয়ারী বুধবার বিকালে মেঘনা গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন করা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডে সরকারি খাল অবৈধভাবে বালু ভরাট করে দখলে নিয়ে জৈনপুর গ্রামের ২৫০-৩০০ বিঘা ফসলী জমি জলাবদ্ধতার সৃষ্টি করাই মেঘনা গ্রুপের বিরুদ্ধে এ মানববন্ধন করেন পিরোজপুর ইউনিয়নের সাধারণ মানুষ।
উক্ত মানববন্ধনে মেঘনা গ্রুপের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলেন এই সরকারি খাল থেকে আমরা প্রতিনিয়ত দৈনন্দিন রান্নাবান্নার কাজের জন্য পানি সংগ্রহ করি ফসলি জমিতে এ খাল থেকে পানি সংগ্রহ করে আবাদ করি আমাদের এই খালটি মেঘনা গ্রুপ জোরপূর্বক ভাবে ভরাট করে ও ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করে যা আমাদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে তাই স্থানীয় এলাকাবাসী বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি শীঘ্রই যেন যথাযথ কর্তৃপক্ষ এই এই সমস্যা সমাধানে যথাযথ ভূমিকা পালন করেন এ বিষয়ে গণমাধ্যমকে স্থানীয় সমাজ সেবক মোঃ মাসুম রানা বলেন মেঘনা গ্রুপের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিও মানববন্ধনে অংশ নিয়ে মেঘনা গ্রুপের এই জুলুমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় মানববন্ধনে পিরোজপুর ইউনিয়নের শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply