রাজনীতি: অর্থাৎ রাজার নীতি। অন্য কথায় নীতির আলোকে জনগণকে পরিচালনা করা। পরিচালনা ও ব্যবস্থাপনা ততটাই সঠিক, সুনিপুণ, সমৃদ্ধ ও সুন্দর হয় নীতি যতটা সঠিক, সুনিপুণ, সমৃদ্ধ ও সুন্দর হয়। অতএব রাজনীতি যতখানি ভালো হবে রাজ্য ও রাজ্যপাঠ এবং রাজা ও প্রজা ঠিক ততখানিই ভালো হবে।
লক্ষ্য, ইবাদতের রাজনীতি: যে রাজনীতির উদ্দেশ্য নিছক ক্ষমতাচর্চা নয়; বরং রাজনীতিচর্চার মাধ্যমে রাজ্যে ন্যায়-ইনসাফ কায়েম করা। এ রাজনীতির মূল বক্তব্য হলো দেশ-রাজ্য পরিচালিত হবে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম অনুসৃত নীতির আলোকে। যার প্রতিটি অংশে থাকবে আনুগত্যের ছাপ; স্বচ্ছতা ও জবাবদিহিতার বহিঃপ্রকাশ। থাকবে না নিয়ন্ত্রণের নামে পরাধীনতার শৃঙ্খল ও শাসনের নামে শোষণের কালোদাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্য ইবাদতের রাজনীতি, আদর্শের রাজনীতি। ক্ষমতার রাজনীতি ও কর্তৃত্ব-নেতৃত্বের রাজনীতি নয়। এখানে ভোগবাদিতা ও বিলাসিতা নেই। আছে সংযম ও মিতব্যয়িতা। স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা এখানে স্থায়ী হয় না; এখানে বরং পরকল্যাণ মানসিকতা ও সামাজিকতা চর্চা হয়।
আত্মোন্নয়ন: আত্মোন্নয়ন তথা ব্যক্তিগঠন। রাষ্ট্র গঠনে প্রয়োজন সমৃদ্ধ সমাজ গঠন আর সমৃদ্ধ সমাজ গঠনে প্রয়োজন সাহাবায়ে কেরামের আদলে গড়ে ওঠা কিছু ব্যক্তি। ব্যক্তি গঠনে প্রয়োজন লিল্লাহিয়াত ও খুলুসিয়াত, স্বচ্ছ চিন্তা ও উন্নত চরিত্র গঠন, ত্যাগ ও কুরবানির মানসিকতা এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতা।
প্রশিক্ষণ: একবিংশ শতাব্দী। জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির শতাব্দী। এ শতাব্দী সংখ্যার নয়, এ শতাব্দী মেধার। অধিক জনগোষ্ঠীর চেয়ে প্রশিক্ষিত জনশক্তির মূল্য অনেক বেশি এ শতাব্দীতে। সহজ উপস্থাপন, নৈতিক কৌশল, সময়ানুবর্তিতা, দক্ষ নেতৃত্ব ও কর্মের গতিশীলতা বৃদ্ধিসহ যুগের সাথে প্রতিযোগিতার মাঠে সামনের সারিতে নেতৃত্ব দিতে প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে ইসলামের মানদন্ডে উত্তীর্ণ যে কোনো প্রশিক্ষণে সকলের চেয়ে আপডেট থাকবে।
দাওয়াত: ইসলাম অতি অল্প সময়ে যে প্রাণশক্তিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিল সে প্রাণশক্তি হলো দাওয়াতের প্রাণশক্তি। ইসলাম ঠিক ততখানিই থাকবে ইসলামের দাওয়াত থাকবে যতখানি। ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগানোর অভিপ্রায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাওয়াতকে রাখবে সবার আগে।
এছাড়াও বাংলাদেশে চলছে ডেমোগ্রাফিক ডিভিন্ডেন্ট। ১৫ থেকে ৬৪ বয়সীদের আধিক্য। এ সম্পদকে নির্মল আদর্শের ছায়াতলে আনতে অবিরাম দাওয়াত দিতে হবে। দেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি অঙ্গনে ও প্রাঙ্গনে, মাঠে-ঘাটে, হাটে-বাজারে সর্বত্রই ইসলামী দাওয়াতে সয়লাব হবে ২০২৫ সেশন।
সর্বত্র বিচরণ: আমরা তারুণ্য। আমরা অদম্য। আমরা সর্বত্র। কোন সীমারেখার গন্ডিতে আমরা সীমাবদ্ধ নই। দৃঢ়চেতা মনোবল ও ক্লান্তিহীন চেষ্টা আমাদের নিত্যসঙ্গী। ব্যক্তিত্বের দ্যুতি ছড়িয়ে, দাওয়াত থেকে সংখ্যা নিয়ে প্রশিক্ষণের শক্তি দিয়ে নবজাগরণের লক্ষ্যে সর্বত্রই হবে আমাদের বিচরণ; ইনশাআল্লাহ।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply