নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর দারুন নাজাত মাদ্রাসা'র শীতকালিন ক্রিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি মঙলবার সকালে শান্তিনগর দারুন নাজাত নুরানি মাদ্রাসায় ৯৬ জন বিজয়ী প্রতিযোগীতার মাঝে এসব পুরস্কার তুলে দেন।
কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়„
উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নেছার উদ্দিন আহমেদ এর সার্বিক তত্বাবধানে সহকারী শিক্ষক এম এ সাইদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম মুন্সী, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মোহাব্বত আলী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস মোল্লা, মজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত ক্রিয়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে ছিল হাড়িভাংগা,চকলেট, আম কুড়ানো, দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন
এ সময় সকল মাদ্রাসার শিক্ষকগণ ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।