নারায়ণগঞ্জ ভিশন রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগরের তোলারাম কলেজ এলাকায় ২৮ জানুয়ারির গভীর রাতে “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা” প্রকাশ করে আজমেরী উসমানের ছবি সংযুক্ত পোস্টার সাঁটানো হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এই ঘটনাকে ফ্যাসিবাদী অপপ্রচারের অংশ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
২৯ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনান ও সাধারণ সম্পাদক মুহা. আবুল হাশিম বলেন।
এর আগেও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চাষাড়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নামে পোস্টার লাগানো হয়েছিল। আমরা তখনও প্রতিবাদ জানিয়েছি এবং যারা এসব অপকর্মের সঙ্গে যুক্ত তাদের গ্রেফতারের দাবি তুলেছি। কিন্তু দুঃখজনকভাবে, প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। বরং প্রশাসনের নীরব ভূমিকা দেখে ফ্যাসিস্ট দোসররা আবারও সাহস পেয়ে গেছে এবং তোলারাম কলেজ এলাকায় নতুন করে পোস্টার সাঁটিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন আমরা জানতে পেরেছি, যাদের দ্বারা এই পোস্টার লাগানো হয়েছে, তাদের ফুটেজ সিসিটিভিতে স্পষ্ট ধরা পড়েছে। তবুও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনের এমন নির্লিপ্ততায় বিস্মিত। তারা কি তবে এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের সহযোগিতা করছে? নাকি তাদের অপতৎপরতাকে প্রশ্রয় দিচ্ছে?
তারা স্পষ্ট জানিয়ে দেন, যারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায়, আমরা ধরে নেবো ২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও প্রশাসন ফ্যাসিস্টদের রক্ষা করতেই কাজ করছে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। তারা দাবি জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ফ্যাসিস্টদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply