নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে মুখোশধারী একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ করে বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে নাসিক ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকায় পাঁচজন মুখোশধারীকে দেয়ালে দ্রুতগতিতে কিছু লিখতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী না থাকলেও, আশেপাশের লোকজন সকালেই বিষয়টি টের পান এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এদিকে, মিলন নামে এক পথচারী, তিনি রাত ১২টা ৩০ মিনিটের দিকে টিসি রোড দিয়ে যাওয়ার সময় দেয়ালে সদ্য লেখা স্লোগানগুলো দেখতে পান। তার মতে, লেখাগুলো তখনও শুকিয়ে যায়নি, যা ইঙ্গিত দেয় যে এটি কিছুক্ষণ আগেই লেখা হয়েছে। তবে তিনি কাউকে লিখতে দেখেননি, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে।
স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাতের আঁধারে মুখোশধারীদের এমন কার্যক্রমকে সন্দেহজনক মনে করছেন অনেকে। তাদের উদ্দেশ্য কী ছিল, কারা এর পেছনে রয়েছে, তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো মন্তব্য না করলেও, স্থানীয়দের দাবি দ্রুত এই ঘটনার তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করা হোক।