সিদ্বিরগঞ্জের মিজ মিজি পাইনাদি দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা দীন ইসলাম সাহেব-কে খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার, পাইনাদী দারুল উলুম ক্বওমী মাদরাসায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আদ দ্বীন ছাত্র কাফেলা।
মাওলানা দীন ইসলাম সাহেব বলেন খতমে নবুওয়াতের পবিত্র দায়িত্ব পালন করা আমার জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। আমি এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব এবং খতমে নবুওয়াতের কাজকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করি।
আদ দ্বীন ছাত্র কাফেলা আমিমুল ইসলাম আবরার বলেন মাওলানা দীন ইসলাম সাহেব তার গভীর জ্ঞান, নিষ্ঠা ও নেতৃত্বগুণ দিয়ে খতমে নবুওয়াতের পবিত্র দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার এই দায়িত্ব গ্রহণ নারায়ণগঞ্জ জেলায় খতমে নবুওয়াতের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আমরা তার সফলতা কামনা করি এবং তার পাশে থেকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
তারা আরও বলেন,
খতমে নবুওয়াতের কাজ শুধুমাত্র একটি দায়িত্ব নয়, এটি প্রতিটি মুসলমানের ঈমানি কর্তব্য। আমরা মাওলানা দীন ইসলাম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নবীজির (সা.) মর্যাদা রক্ষা এবং খতমে নবুওয়াতের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব।”
পাইনাদী দারুল উলুম ক্বওমী মাদরাসার ও এলাকা আলেমরা মনে করেন, মাওলানা দীন ইসলাম সাহেব তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন।
উল্লেখ্য, খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ নবীর (সা.) মর্যাদা ও খতমে নবুওয়াতের রক্ষার্থে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাওলানা দীন ইসলাম সাহেব এই কাজকে আরও শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে সবার বিশ্বাস।