ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার একটি প্রতিনিধিদল আজ রবিবার ৯ ফেব্রুয়ারী দুপুর ২টায় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ এম শাহীন আদনান। এ সময় সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারের হাতে সংগঠনের প্রকাশনা হাদিয়া তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, "সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করা উচিত। মুসলিম-হিন্দু বিভেদ না করে আমরা যদি মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে প্রাধান্য দেই, তবেই একটি কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব।
ইসলামী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, "চরমোনাইর বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ তোলারাম কলেজে এসেছি। অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, "তোলারাম কলেজ নারায়ণগঞ্জের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অর্জন নারায়ণগঞ্জের সুনামকে আরও উজ্জ্বল করেছে। আমরা চাই, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদেরকে আরও যোগ্য করে গড়ে তোলা হোক।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক এম মাহদী হাসান উপস্থিত ছিলেন।
এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন ও তোলারাম কলেজের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।