নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মিজমিজি পাইনাদী তালতলা ক্লাব সরকারি প্রাইমারী ইস্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এসময়, যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন।’’
কর্মী সম্মেলনে বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, ‘‘কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া যাবে না।’’
এদিকে, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ তাদের বক্তব্যে বলেন, ‘‘আমরা যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে চাই। যারা আগের স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছেন, তাদেরকে আগামী কমিটিতে জায়গা দেওয়া হবে।’’
তারা আরও বলেন, ‘‘যুবদলের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না এবং আওয়ামী লীগের দোসরদের মুক্ত যুবদলের কমিটি গঠন করা হবে।’’
এছাড়া, কর্মী সম্মেলনে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, শাকিল মিয়া, সাইফুল আলম সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply