দ্রব্যমূল্য বৃদ্ধির উধ্বগতি রোধ, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির দাবী সহ চার দফা কর্মসূচী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়নগঞ্জ জেলা বিএনপির সমাবেশস্থলে সোনারগাঁ থানা সহ সভাপতি বজলু রহমানের নেতৃত্বে যোগদান করেছে দলের নেতা-কর্মীরা।
শহরের খানপুর এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশ বিকেল তিনটার দিকে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর২ টা থেকে থানার প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা রং বে-রংয়ের ব্যানার-ফ্যস্টুন নিয়ে ঈ' শাখা রোডে মূল মিছিলে অংশগ্রহন করে। পরে সেখান থেকে থানার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নেতা-কর্মী বজলু রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করে।