নারায়ণগঞ্জে ওয়াসার সরবরাহ করা পানিতে তীব্র দুর্গন্ধ ও দূষণের অভিযোগ উঠেছে। বাসাবাড়ি ও বাণিজ্যিক স্থাপনায় আসা পানিতে কালচে ভাব, ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ফলে নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, বিশুদ্ধ পানির অভাবে তারা বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যে বোতলজাত বা ট্যাংকারের পানি কিনছেন। তবে অনেকেই তা সামর্থ্য না থাকায় দূষিত পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পানিবাহিত রোগে বেশি ভুগছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, এ সমস্যা দীর্ঘদিনের হলেও ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বারবার জানানো হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত না করা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।