ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা মুহাম্মাদ দীন ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য খুশি ও আনন্দের দিন। রমজানের আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের উচিত সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।” তিনি আরও বলেন, “ইসলাম শান্তির ধর্ম, আর ঈদ সেই শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। তাই সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির পরিবর্তে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ জন্য সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামি মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তিনি সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে সমৃদ্ধি বয়ে আনুক এই প্রার্থনা জানান।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply