নারায়ণগঞ্জ ভিশন নিউজ:
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এ শুভ উপলক্ষে নারায়ণগঞ্জ ভিশননিউজ-এর পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী ও সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাসান।
নারায়ণগঞ্জ ভিশন নিউজ-এর বিভাগীয় প্রধান (অনলাইন) সাংবাদিক হাসান এক বার্তায় বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসুন, ঈদের এই শুভক্ষণে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, সাম্য ও ভালোবাসার বন্ধনে সমাজকে গড়ে তুলি। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে যেন ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়, সেই কামনাও করেন তিনি।