ফিলিস্তিনে ইসরাইল ও আমেরিকার যৌথ বর্বর গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী গাজাবাসীদের ডাকা আহুত হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৭ই এপ্রিল ২০২৫, সোমবার জোহরের নামাজের পর পাইন্দী দারুল উলুম কওমি মাদ্রাসা মসজিদ থেকে এই মিছিল শুরু হবে। আয়োজক প্রতিষ্ঠান ‘অর্গানাইজেশন অব পিস অ্যাসোসিয়েটর্স (ও.পি.এ)’ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা গাজাবাসীদের প্রতি সংহতি জানাবে এবং ইসরাইল-আমেরিকার নৃশংসতা ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
প্রচার সম্পাদক হাসান আহমেদ প্রান্ত বলেন, “গাজায় যে অবর্ণনীয় হত্যাযজ্ঞ চলছে, তা সভ্যতার চরম লঙ্ঘন। আমরা গাজাবাসীদের সংগ্রামে কণ্ঠ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ইতিহাসের এই মুহূর্তে নিরব থাকা মানে অন্যায়ের অংশীদার হওয়া। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, রাস্তায় নেমে প্রতিবাদ জানান।”
ও.পি.এ’র পক্ষ থেকে সবাইকে এই মানবিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।