সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
‘এএসটি গার্মেন্টস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার প্রায় ২০০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে অবস্থান নেন। তারা জানান, মালিকপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানায় তালা লাগিয়ে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে, রাতের অন্ধকারে কারখানার মূল্যবান মালামাল সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তাদের।
এক নারী শ্রমিক বলেন, “আমরা সকালে বেতন পাওয়ার আশায় কারখানায় এসে দেখি তালা ঝুলছে। পরে শুনি, মালিকপক্ষ সব কিছু সরিয়ে নিয়েছে। আমরা এতদিন কাজ করেছি, এখন আমাদের বেতন না দিয়ে পালিয়ে যাচ্ছে? বাধ্য হয়ে আমরা রাস্তায় বসে পড়েছি।”
শ্রমিকরা আরও অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে কয়েকজন পরিবহন শ্রমিক নারী পোশাক শ্রমিকদের গায়ে হাত তোলেন ও মারধর করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৌঁছে। তারা শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরে গিয়ে পাশে অবস্থান নিতে বলেন।
ঘটনার বিষয়ে জানতে ‘এএসটি গার্মেন্টস’-এর উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম বলেন, “শ্রমিকরা জানতে পারেন, মালিকপক্ষ বেতন না দিয়ে মালামাল সরিয়ে নিয়েছেন। এরপর তারা সড়কে অবস্থান নেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিই। পরে তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করি।