ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো অপরিবর্তিত। চাঁদাবাজি, দখলদারি ও পেশিশক্তির দাপট এখনো সমাজে বিরাজমান। আমরা সবাই জানি কারা এই অপকর্মে লিপ্ত। জনপ্রশাসনসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচারের রেশ স্পষ্টভাবে বিদ্যমান। এই প্রেক্ষাপটে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে সমাধান সম্ভব নয়। রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক সংস্কার এনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে একমাত্র পথ হিসেবে ধরা হলে আমরা বারবার হতাশ হবো। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা।”
বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মাওলানা হাবীবুল্লাহ হাবিব, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সহকারী যুগ্ম সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিল নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ভারতে বিতর্কিত ওয়াকফ বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণ করার উদ্দেশ্যে প্রণীত। এর মাধ্যমে ইতোমধ্যে শতাধিক মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে, যা স্পষ্টতই ধর্মীয় অধিকারের লঙ্ঘন। আমরা এই বিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভারতের মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার করি।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply