নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন বাসদ নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। তাকে রূপগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পুলিশ আদালতে ১২ দিনের রিমান্ড আবেদন করলে, বিচারক এক মামলায় দুই দিনের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অপরদিকে, দ্বিতীয় মামলায় রিমান্ড আবেদন বাতিল করেন।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান জানান, পুলিশের দায়ের করা মামলায় আংশিক রিমান্ড মঞ্জুর হলেও, কারখানা মালিকপক্ষের মামলায় রিমান্ডের কোনো অনুমোদন মেলেনি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার নিজ বাসা থেকে সেলিম মাহমুদকে আটক করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গত ৯ এপ্রিল রূপগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেডে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। এ মামলাগুলোতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।