ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার মিডিয়া সেল উপকমিটি গঠন করা হয়েছে। আজ ২০ এপ্রিল, শনিবার বাদ আসর নগর কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং পরিচালনায় ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ।
নগর প্রচার সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান-কে মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া হুসাইন মুহাম্মাদ আল আমিন, মুয়াম্মার হাসান অপু, মোঃ সাব্বির হোসেন, মোঃ জামাল হোসনে, জাহিদুল ইসলাম ও খালিদ সাইফুল্লাহ সানভীর-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও জনবান্ধব ও গণমাধ্যমমুখী করতে মিডিয়া সেল কার্যকর ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তির এই যুগে ইসলামী আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মিডিয়া সেলকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”
তিনি কমিটির সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply