ওয়াসার বিশুদ্ধ পানির সরবরাহ, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শহরের ভয়াবহ যানজট নিরসন এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা।
আগামীকাল বুধবার, ২৩ এপ্রিল সকাল ১১টায় নগর ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন,
“নিরবিচ্ছিন্নভাবে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, সরকারি হাসপাতালে ভোগান্তিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমানো এবং সিটি কর্পোরেশনের স্থবিরতা দূর করার দাবিতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করছি।”
তিনি আরও বলেন,
“আমরা চাই, আমাদের নারায়ণগঞ্জ হোক একটি মডেল সিটি। কিন্তু এসব সমস্যার কারণে নাগরিকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক ও মর্যাদাহানিকর। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান—দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এসব সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে সংশ্লিষ্ট সকল নাগরিক, পেশাজীবী ও সচেতন মহলের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply