ফরিদগঞ্জ প্রতিনিধি | ১১ মে ২০২৫ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার (১১ মে) 'কুরআন দিবস' উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআনের মর্যাদা ও বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি জনাব শাখওয়াত হোসাইন। তিনি বলেন, “কুরআনের শিক্ষা মানবতার মুক্তির পথ। আজ আমাদের সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কুরআনের আলো প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর জেলার সভাপতি মোঃ হাসিবুল হাসান, মিডিয়া সম্পাদক আল-আমিন রাজ এবং ছাত্রকল্যাণ ও দাওয়াত সম্পাদক মাহামুদ মীর।
তাঁরা বলেন, “নৈতিকতা, সততা ও আদর্শভিত্তিক সমাজ গঠনে কুরআনের শিক্ষা অপরিহার্য। তরুণদের উচিত কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং সে অনুযায়ী জীবন গঠন করা।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পবিত্র কুরআন শরীফ উপহার বিতরণ। এই মেধাবী শিক্ষার্থীরা ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে নির্বাচিত হয়। তাঁদেরকে সম্মান জানিয়ে কুরআন উপহার দেওয়ার মাধ্যমে কুরআনের প্রতি ভালোবাসা ও অধ্যয়নের উৎসাহ জাগিয়ে তোলা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এই মেধাবীদের মাধ্যমে আমরা একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে কুরআনভিত্তিক সমাজ গঠনের অগ্রসেনানী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, শিক্ষক, অভিভাবক এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।