নারায়ণগঞ্জ জেলার জন্য এক গর্বিত মুহূর্ত। সম্মানিত জনাব মনিরুল ইসলাম মনি-কে কনশাস কনজ্যুমার্স সোসাইটি(সিসিএস) এর নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি পেশায় একজন দায়িত্বশীল বেসরকারি চাকরিজীবী, যিনি ইতোমধ্যেই সমাজসেবামূলক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে এখন থেকে নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও ইউনিয়নে সিসিএস-এর কার্যক্রম তাঁর দক্ষ নেতৃত্বে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।
নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, সচেতন নাগরিক সমাজ ও সিসিএস পরিবারের সদস্যরা তাঁর পাশে থেকে সক্রিয় সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যাশা করা যায়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
“ভোক্তা বাঁচলে, বাঁচবে দেশ — সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”
মনিরুল ইসলাম মনিকে সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply