নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ভাড়া বাসা থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)।
মাসুদ রানা সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ায় মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। অন্যদিকে রুমা আক্তার সিআইখোলা ১ নম্বর সড়কের হাজী আতাহার আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “দুপুরের যেকোনো সময় এই ঘটনা দুটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply