৯৯৯ খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় মাছ বাজার সংলগ্ন এলাকায় একটি ইটভাটার পরিত্যাক্ত ঘর থেকে তামিম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রোববার (৩০ জুন) ৯৯৯ ও নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি ক্লিক নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
জানা যায়, নিহত শিশুর নাম তামিম (৯)। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রামনগরের তায়েব আলীর ছেলে। তার বাবা রূপগঞ্জের সাওঘাট এলাকার মৃত আলেক ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমরা ভোরে খবর পেয়ে সাথে সাথে আমাদের টিম পাঠাই ঘটনাস্থলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের পুলিশের টিম শিশুটির সুরতহাল শেষ করে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় এখনো পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। আমরা ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply