বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই গড়ে উঠেছে একটি ভয়ংকর মাদকের আস্তানা। এলজিডি ভবন এবং ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশে (ডিপিডিসি) ফেলে রাখা বৈদ্যুতিক পাওয়ার ক্যাবলের চাকার ভেতরেই চলছে এই মাদক ব্যবসা। সকাল হলেই সেখানে জড়ো হয় মাদকসেবীরা—কেউ আসে অটোরিকশায়, কেউবা পায়ে হেঁটে। সন্ধ্যা নামতেই পুরো এলাকা হয়ে ওঠে ভীতিকর, নারীদের জন্য রাস্তায় বের হওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়।
প্রতিদিন স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের চোখে পড়ে এই মাদক স্পট। অবুঝ শিশুদের মনে প্রশ্ন জাগে—”মা, ওখানে কী হচ্ছে?” অথচ হতবাক অভিভাবকদের কাছে এর কোনো জবাব নেই। শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো এলাকাই এই ভয়াবহ মাদকের প্রভাবের শিকার। ছিনতাই, ইভটিজিং, ধর্ষণ, এমনকি হত্যার মতো অপরাধও বেড়েছে আশঙ্কাজনকভাবে।
অভিযোগ রয়েছে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান খুব একটা দেখা যায় না। মাঝে মাঝে কিছু প্রশাসনিক তৎপরতা থাকলেও তাতে তেমন কোনো সুফল মেলে না। সাংবাদিকদের ফোন পেয়ে কখনো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও মাদক ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক অভিযানের পরও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “আমরা ব্যবস্থা নিচ্ছি।” নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, “প্রতিদিনই অভিযান চলছে, কিন্তু কাউকে ধরা যাচ্ছে না।”
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জয়নাল বলেন, “আজও গিয়েছি, কাউকে পাইনি। যেহেতু বলেছেন, আজ সন্ধ্যায় আবার যাবো।” কিন্তু এই “যাবো” আর “দেখছি” বলার মাঝেই মাদক ব্যবসায়ীরা আরও শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, তারা ভয়ে কিছু বলারও সাহস পান না। কেউ মুখ খুললেই মাদক ব্যবসায়ীরা ছুরি-দা নিয়ে হামলা চালাতে পারে।
সুশীল সমাজের দাবি, মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। শুধু কাগজে-কলমে নয়, মাদকের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায়, শহরজুড়ে অপরাধের এই বিস্তার ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply