নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত ট্রাকের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতরা একটি বিকল হয়ে পড়া ট্রাক সরাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে শিমরাইল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী।
নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার মো. সুলতান ঢালী (৫০) এবং মো. সুমন মিয়া (৪৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে গেলে সেটিকে সরানোর চেষ্টা করছিলেন চালক সুলতান ঢালী। এ সময় আরেকটি ট্রাক নিয়ে তাকে সহায়তা করতে আসেন সুমন মিয়া। তারা যখন বিকল ট্রাকের সাথে শিকল বেঁধে টানার চেষ্টা করছিলেন, ঠিক তখনই কুমিল্লাগামী একটি আলুবোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধাক্কা দেওয়া ট্রাকটির চালক মো. রুবেল (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত সুলতান ঢালীর ভাই আব্দুল মালেক বাদী হয়ে কাঁচপুর হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply