সোনারগাঁও সংবাদদাতা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগরাপাড়া চৌরাস্তায় সরকারি জমিতে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী ওই উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য।
এই অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান ও ঔষধের ফার্মেসীসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।এছারাও অভিযানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মহাসড়কের পাশে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে কিছু অসাধু ব্যক্তি সওজের জায়গা দখল করে ব্যবসা করছেন।
ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ স্থাপনা ফলে মহাসড়ক ও থানা রোড সহ এলাকায় যানজট সৃষ্টি হয় এই উচ্ছেদের ফলে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলেও জানান তিনি।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply