তোমার কাছে চিঠি
হাসান আহমেদ প্রান্ত
তোমার কাছে চিঠি লিখতে বসেছি আজ,
কলমের কালি যেন থমকে যায় বারবার।
শব্দ খুঁজে পাই না, ভাষা ভেঙে পড়ে,
তোমার নামের আলোয় হৃদয় উজ্জ্বল হয় আরও।
তুমি জানো কি?
তোমার ছায়ায় সব গান থমকে থাকে,
প্রতিটা শব্দে লেগে থাকে চেনা এক ঘ্রাণ।
তোমাকে ঘিরে যেন সমস্ত দিগন্ত জ্বলে ওঠে,
তুমি থাকো, আর আমি ভেসে যাই কল্পনার ডানায়।
যদি পারো, একবার এসো আমার কাছে,
চিঠির এই পাতা ছুঁয়ে দাও তোমার স্পর্শে।
তোমার উত্তরের প্রতীক্ষায় কাটবে আমার রাত,
তোমার নীরবতাই হবে আমার হৃদয়ের কথামালা।
তুমি কি লিখবে আমায় কোনো চিঠি?
নাকি রেখে যাবে শুধু স্মৃতির ধোঁয়া?
তবুও আমি লিখে যাব,
লিখে যাব যতদিন তুমিই আমার আকাশ।
এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতএ
ই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, নারায়ণগঞ্জ ভিশন অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply